নিউজ ডেস্কঃ
বাঁশখালী হাসপাতালে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পর ওই হাসপাতালের এক ডাক্তারও করোনা পজিটিভ হয়েছেন। এরপর এলাকায় ৩ বাড়ি লকডাউন করে ৩০ ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এছাড়াও ২৫ জনকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বাঁশখালী হাসপাতালে আক্রান্ত ডাক্তারের নাম আমিনুল হক। তাঁকে হাসপাতালের আইসোলেশন বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) দুপুরে করোনায় মারা যাওয়া আক্তার হোসেনের বাড়ি ও বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী গ্রামের খোন্দকার পাড়ার ১৩ জনসহ পুরো উপজেলার মোট ৩০ ব্যক্তির করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে।
করোনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ‘করোনায় মারা যাওয়া ব্যক্তি ও তার পাশের ৩ পরিবার লকডাউন করা হয়েছে। ওই ৩ পরিবারের ২৫ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।’
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘ মৃত ব্যক্তির পরিবারের ১৩ ব্যক্তিসহ মোট ৩০ জনের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাসপাতালের করোনা আক্রান্ত ডাক্তার আমিনুল হককে হাসপাতালেই আসোলেশনে রাখা হয়েছে।’
বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী বলেন, ‘পৌর এলাকায় লক ডাউন করা ৩ পরিবারের হোম কোয়ারেন্টিনে থাকা ২৫ পরিবারকে পৌরসভা থেকে যাবতীয় খাবার সরবরাহ করা হচ্ছে এবং আর্থিক সহযোগিতাও করা হচ্ছে।’
/চট্টগ্রাম প্রতিদিন।
0 মন্তব্যসমূহ