মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাণীগ্রাম জলদাশপাড়া সংলগ্ন ধানি জমি হইতে ঘাস (কাটা শুকনো ধানগাছ) দিয়ে চাপা রাখা অবস্থায় ৯টি বস্তা ভর্তি আনুমানিক ৪শ` লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাত ৯ টার দিকে এলাকাবাসী ও স্থানীয় চৌকিদার বশিরুল আলমের সহযোগিতায় মদ গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে ওই মদ গুলি কে বা কারা এনেছে তা এখনও জানা যায়নি।চৌকিদার বশিরুল আলম বলেন,বাণীগ্রাম এলাকায় সম্প্রতিক মাদক বিক্রেতা ও সেবনকারীরা বেপোরোয়া হয়ে উঠায় আমি এই এলাকায় বিভিন্ন স্থানে গোপনে খোঁজ খবর নিই। এরই মধ্যে বাণীগ্রাম ৫নং ওয়ার্ডের জলদাশ পাড়া সংলগ্ন ধানি জমিতে মদ রাখা হয়েছে জানতে পেরে সরজমিনে এসে দেখি। পরবর্তীতে রামদাস হাট পুলিশ বিটে খবর দিলে পুলিশ এসে ৯টি বস্তা ভর্তি আনুমানিক ৪শ` লিটার মদ উদ্ধার করেছেন।এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন,এলাকাবাসী ও স্থানীয় চৌকিদার বশিরুল আলমের কাছ থেকে খবর পেয়ে মদ গুলো উদ্ধার করা হয়েছে।এই মদ গুলো বা কারা এনেছে তা এখনও জানা যায়নি।`
0 মন্তব্যসমূহ