সাবেক মন্ত্রী জাফরুল ইসলামের পরামর্শে বাঁশখালী উপজেলা ছাত্রদলের ত্রাণ সামগ্রী উপহার

নিজস্ব প্রতিনিধিঃ
দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর পরামর্শক্রমে বাঁশখালী উপজেলা ছাত্রদলের বিপ্লবী ছাত্রনেতা নিজাম উদ্দীনের  অর্থায়নে করোনা ভাইরাস (কোবিড-১৯)মহামারী উত্তরণে দুঃস্থ, দরিদ্র ও কর্মহীনতা লোকদের মাঝে 'ত্রাণ সামগ্রী উপহার' বিতরণ করা হয়েছে।


মঙ্গলবান (১৯ মে) বিকেলে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন এ উপহার সামগ্রী বিরতণ করা হয়। 

বিতরণকালে ছাত্রনেতা নিজাম উদ্দীন বাঁশখালী নিউজকে বলেন, আমাদের সবাইকে দেশনায়ক তারেক রহমানের কথা অনুযায়ী করোনা বিস্তার রোধে দূরত্ব বজায় রেখে চলতে হবে। করোনাকে ভয় নয়, গণ সচেতনতা তৈরীর মাধ্যমে করোনাকে জয় করতে হবে। 

এসময় তিনি বাঁশখালী উপজেলা ছাত্রদলের পক্ষে প্রথম দফায় দুইশত পরিবারকে 'ইফতার সামগ্রী উপহার' বিতরণ করেন। যার মধ্যে চনা,চিনি, আলু, পিয়াজ,সেমাই ও তৈলসহ ইফতার সামগ্রী ছিল। দ্বিতীয় দফায় তিনশত পরিবার করে মোট ৫০০ কর্মহীন পরিবারকে 'ত্রাণ সামগ্রী উপহার' বিতরণ করেন। প্রতি প্যাকেটের মধ্যে ছিল  ৫ কেজি চাউল,২ কেজি আলু, ২ কেজি চনা, ১কেজি সেমাই, ডেটল, মাক্স, লাইফবয় সাবান, তৈল, খেজুর ।

এসময় বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা শাকিল মাহমুদ, এনামুল হক, বাঁশখালী উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইসহাক হাকিম, আক্তার মাতব্বর বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়নে হতদরিদ্র কর্মহীন প্রতিটি ঘরে ঘরে ত্রাণ সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দিয়ে আসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ