ডেস্ক নিউজঃ
বাঁশখালী জালিয়াঘাটায় অবস্থিত ইউনিয়ন পরিষদের মাঠে শনিবার সকালে করোনা ভাইরাস সংকটে ঘরে থাকা কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে বাঁশখালী আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির নির্দেশে ৭নং সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীর পরিচালনায় ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল এর পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট রায়হাত চৌধুরী রনি,৭নং সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের ইউপি সদস্য রশিদ আহমদ,ছাত্র লীগ নেতা ফাহিম, আবদুল খালেক প্রমুখ। ইউনিয়ন ব্যাংকের এমডির নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণে সার্বিক পর্যবেক্ষনের দায়িত্ব পালন করেন মোঃ সোহেল।
এবিষয়ে চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী বলেন, আজ ৭নং সরল ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড়ের ৭০০অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।আগামীতেও ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল সাহেব অসহায় মানুষের পাশে থাকবে বলেও জানান।
0 মন্তব্যসমূহ