চট্টগ্রাম নগরীতে ২৫০ জন ভাসমান মানুষের মাঝে নজরুল ইসলাম’র রান্না করা খাবার বিতরণ


মোহাম্মদ এরশাদঃ
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জেলা পরিষদ মার্কেট, সিনেমা প্যালেস, কে.সি.দে রোড, নন্দনকানন, বৌদ্ধ মন্দির, ডিসি হিল, চেরাগী পাহাড়, জামালখান, মোমিন রোড, আসকারদীঘির পাড় ও কাজীর দেউরী এলাকায় ২৫০ জন হতদরিদ্র, ভাসমান, অসহায় ও পথশিশুদের মাঝে মিনি ট্রাকে করে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।


আজ ১৮ মে সোমবার বিকেল সাড়ে ৪টায় জেলার বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ নজরুল ইসলাম তার ব্যক্তিগত উদ্যোগে রান্না করা খাবার (চিকেন বিরিয়ানি) বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে খাবার বিতরণে সহযোগিতা করেন নজরুল ইসলামের ছোট ভাই মোঃ জাহেদুল ইসলাম, মোঃ সেলিম ও রুবেল মল্লিক।

মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। ঘরেই থাকতে হবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবেনা। স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ