মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালীতে খালে মাছ ধরার বোট নামাতে গিয়ে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। সোমবার (২২ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার কাথারিয়া ইউনিয়নের চুনতিবাজার সংলগ্ন জলকদর খালে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় কাথারিয়া জেলে পল্লীতে শোকের মাতম চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩ টার দিকে কাথারিয়া চুনতি বাজার সংলগ্ন জলকদর খালের পানিতে মাছ ধরার বোট নামানোর সময় বোটের তলানিতে স্বজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হয় কয়েকজন জেলে। এ সময় গুরতর আহত আবদুল মান্নান (৩৮) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল মান্নান কাথারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবু আহমদের পুত্র। আহতরা হলেন একই এলাকার ২নং ওয়ার্ডের মৃত রফিক আহমদের পুত্র মো: ইউনুছ (৪২) ও মৃত হাফেজ আহমদের পুত্র নুরুল আলম (৪৫)। তারা স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ঘটনায় শোক জ্ঞাপন করেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ জাহান চৌধুরী। তিনি বলেন, খালের পানিতে বোট নামানোর সময় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণকারী জেলের পরিবারকে ৫ হাজার টাকা এবং আহতদেরকে ২ হাজার টাকা করে ব্যক্তিগত পক্ষ থেকে প্রদান করবেন তিনি।
0 মন্তব্যসমূহ