মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালীতে এশিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে শংসপ্তক এর বাস্তবায়নে কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভা প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
রবিবার ২৬ জুলাই দুপুর ১২ টার সময় জলদি পৌরসভাস্থ গ্রীণ কমিউনিটি সেন্টারে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রেজাউল করিম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাঁশখালী উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,কমিউনিটি পুলিশিং এর বাঁশখালী উপজেলা সেক্রেটারি জিল্লুর করিম শরীফি,এডভোকেট অধ্যাপক বিকাশ রন্জন ধর,লিটন চৌধুরী, প্রোগ্রাম ম্যানেজার জয়নাব বেগম চৌধুরী, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ বদরুল হুদা সহ উর্ধ্বতন কর্মকতা, অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন,পুলিশই জনতা,জনতাই পুলিশ এই প্রতিপাদ্য কে বাস্তবে রুপদান করতে হবে। পাড়ায়-মহল্লায়,সমাজের সকল অপরাধ থেকে মানুষ কে ফিরিয়ে আনার জন্যে কমিউনিটি পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। অপরাধ দমনে সকলকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। অপরাধীরা অপরাধ থেকে ফিরে না আসলে সব সময় আইনী ব্যবস্থায় আমরা বদ্ধ পরিকর। কোনোভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবেনা। সরকার অপরাধ দমন বিষয়ে জিরো টলারেন্স নীতিতে। সমাজকে অপরাধ মুক্ত করতে হলে সবাইকে মাদককের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
0 মন্তব্যসমূহ