দিগন্ত দেবঃ
বাঁশখালী ক্রিকেট একাডেমির আয়োজনে ঢাকা শেখ কামাল ক্রিকেট একাডেমি বনাম বাঁশখালী ক্রিকেট একাডেমি মধ্যেকার প্রীতি ক্রিকেট সিরিজের শেষ দিনে অনুষ্ঠিত দুইটি টি ম্যাচেও বাঁশখালী ক্রিকেট একাডেমি জয় লাভ, করে ৬ ম্যাচের প্রীতি ক্রিকেট সিরিজে এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে বাকি পাঁচ ম্যাচে জয়ী হয়ে ৫-০ তে সিরিজ জিতে নিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমি।
২৭ আগষ্ট সকালে ঢাকা শেখ কামাল ক্রিকেট একাডেমি টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট ১১৬ সংগ্রহ করেন, দলের হয়ে আমিনুল: ১৭ .মাসুদ: ১৫, শ্রাবণ:১৬,ইমরান ২৫,
বোলিং বাশখালী ক্রিকেট একাডেমি আশরাফুল ২টি,ফারুক, রাইয়ান ১.ফয়সাল, সোয়াব,সাইফুল ১ করে উইকেট
লাভ করে।
জবাবে বাশখালী ক্রিকেট একাডেমি ১১৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান করতে সক্ষম হয়, ফলে ৪ উইকেটে বাঁশখালী ক্রিকেট একাডেমি জয় লাভ করেন,
বাঁশখালী হয়ে, সাইদুল:১৯,সাইফুল:৩০* আশরাফুল: ৩৭,
বোলিং(শেখ কামাল) আমিনুল, শ্রাবণ,আহমেদ ২টি করে উইকেট লাভ করে, উক্ত খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আশরাফুল।
দিনের দ্বিতীয় খেলায় বাঁশখালী ক্রিকেট একাডেমি টসে জয়লাভ করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেন, দলের হয়ে, ফারুক ৩৬.ইমরান:১৩,সাইফুল:৭৩* আফতাব সামি ৩২ রান সংগ্রহ করেন।
বোলিং(শেখ কামাল)আমিনুল, আহমেদ ২টি,শ্রাবণ এবং মিনার ১টি করে উইকেট লাভ করে।
জবাবে শেখ কামাল ২১১ রানের লক্ষে ব্যাট করতে নেমে শেষ পযন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান করতে সক্ষম হয়, ফলে ৬৫ রানে জয় তুলে নে বাঁশখালী ক্রিকেট একাডেমি, দলের হয়ে আমিনুল:২২.মাসুদ:১৭,রাইহান:২৪*.মিনার:১৫ রান করেন।
বোলিং(বাশঁখালী) সোয়াইব ৪টি,এনাম ২টি ফারুক,আশরাফুল,
আনাস ১টি করে উইকেট লাভ করেন।
উক্ত খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সাইফুল।
0 মন্তব্যসমূহ