মুহাম্মদ এরশাদঃ
বাঁশখালী কদম রসুলে সাগরে মৎস আহরণের শ্রমিকদের বেড়দক মারধর করে নীলাফুলা জখম করে অস্ত্র মামলার পলাতক অাসামী ওসমান ও তার দলীয় লোকজন।
গত ৩১ জুলাই সকাল ৮ ঘটিকার সময় কদম রসুল এলাকায় সাগর পথে মৎস অাহরণের জন্য অাজিজ ও জিয়া সহ তাদের সাথে থাকা অন্যান্য কর্মচারীদের নিয়ে সাগরে ইলিশ মাছের জাল তুলার জন্য গেলে সেখানে হঠাৎ করে দুটি অস্ত্র মামলার অাসামী ওসমান ও তার সহযোগীরা অাক্রমন করে অাজিজ ও জিয়াকে এলোপাড়াতি ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে বেহুশ করে ফেলেন।
পরে তাদেরকে সেখান থেকে বেহুশ অবস্থায় সাগর থেকে কুলে এনে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করার জন্য ভর্তি করেন।
এই সময় ওসমান বাহিনীর লোকজন ভিকটিমদ্বয়কে হুমকি দিয়ে বলে যে, এই বিষয়ে থানায় অথবা কোর্টে কোন ধরনের মামলা মোকদ্দামা দায়ের করলে তাহলে তাদেরকে সমুদ্র অার মাছ শিকার করতে দিবে না এবং তাদের জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
0 মন্তব্যসমূহ