দিগন্ত দেবঃ
বাঁশখালী ক্রিকেট একাডেমির আয়োজনে ঢাকা শেখ কামাল ক্রিকেট একাডেমি বনাম বাঁশখালী ক্রিকেট একাডেমির মধ্যকার ছয় ম্যাচের এক প্রীতি ক্রিকেট সিরিজ বাঁশখালী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সিরিজের প্রথম খেলায় ৬ উইকেটে, দ্বিতীয় খেলায় ৮ উইকেট তৃতীয় খেলায় ৮৫ রানে এবং বাঁশখালী ক্রিকেট একাডেমির সাইফুলের অপরাজিত ১০১ রানের সেঞ্চুরির সুবাদে ৩-০ তে সিরিজে এগিয়ে গেলো বাঁশখালী ক্রিকেট একাডেমি।
অদ্য ২৬শে আগস্ট ২০২০ ইং রোজ বুধবার সকাল ৮.০০ ঘটিকার সময় সিরিজের ৩য় ম্যাচে অতিথি টিম ঢাকা শেখ কামাল ক্রিকেট একাডেমি টসে জয় লাভ করে প্রথমে বাঁশখালী ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে পাটালে বাঁশখালী ক্রিকেট একাডেমির মিডল অর্ডার ব্যাটসম্যান সাইফুলের ১০১* অপরাজিত সেঞ্চুরি ও তারেক ৬৯ এবং আজিজের ৫৪ রানের দায়িত্বশীল ব্যাটিং এর সুবাদে বাঁশখালী নির্ধারিত ৪০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে
৩৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
শেখ কামাল ক্রিকেট একাডেমির হয়ে ইমরান ৩টি,মিনার,আহমদ ২টি, সিদ্দিক ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে শেখ কামাল ক্রিকেট একাডেমি ৩৪৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৩৫.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করেন।
দলের হয়ে মোহাম্মদ ৩৭, ইমরান ৩৭, রায়হান ২৭,সিদ্দিক ২৪ রান করেন।বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে বোলিংএ শোয়াইব ও এনাম ২টি,রাশেদ,ফারুক, ফাহিম ১টি উইকেট লাভ করেন।
উক্ত খেলায় ১০১* রানের অনবদ্য সেঞ্চুরি করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমির মোঃ সাইফুল। উল্লেখ প্রথম খেলায় সোহান,দ্বিতীয় মোঃ আজিম এবং তৃতীয় খেলায় মোঃ সাইফুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়,উক্ত ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রধান কোচ ও পরিচালক মোহাম্মদ এরশাদ।
0 মন্তব্যসমূহ