মোহাম্মদ এরশাদঃ
হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশ গড়ার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী বাঁশখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগষ্ট সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: মোঃ শফিউর রহমান সভাপতিত্বে হাসপাতাল সংলগ্ন (বঙ্গবন্ধু কর্নারে) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সেচছায় রক্ত দান,ফ্রি ব্লাড গ্রুপিং,ও বৃক্ষ রোপন কর্মসুচী অনুষ্টিত হয়েছে।
এতেপ্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমনা আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী দাশ, হাসপাতালের সকল মেডিকেল অফিসার ও সিনিয়র স্টাফ নার্স গণসহ সকল কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তি অধিবেশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ১৫ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা শেষে হাসপাতালের নিজস্ব মসজিদে বঙ্গবন্ধু ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
0 মন্তব্যসমূহ