মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী প্রশাসনের পক্ষ থেকে বার বার সর্তক করার পরও দোকানে মূল্য তালিকা না থাকা,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং দোকানে ট্রেড লাইসেন্স না থাকা সহ অপরিচ্ছন্নতার অভিযোগে ৩ দোকানদারকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে বাজার মণিটরিং এর সময় বাঁশখালী উপজেলার শীলকুপ টাইমবাজারে বিভিন্ন দোকানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এসময় নুরুল কাদের এর মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০হাজার টাকা, নুরুল কবিরের চা দোকানকে ৪হাজার টাকা, কফিল উদ্দিনের মিজবাহ্ পোল্ট্রি ফিড কে লাইসেন্স না থাকায় মৎস্য খাদ্য ও পোলট্রি আইন-২০১০-এ ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার জানান, প্রায় দোকানে দ্রব্যমূল্যর তালিকা না থাকা,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন সহ লাইসেন্স না থাকার অভিযোগে ৩ দোকানদারকে জরিমানা করা হয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মণিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি।
তিনি আরও বলেন, প্রতিটি দোকানেই প্রশাসনের বাজার মণিটরিং অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ