বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মালেকাবানু মনুমিয়া দিঘী সংলগ্ন মাঠে আমির হামজা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেমবর) এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বি এস স্পোর্টিং ক্লাব।
এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদলের যুগ্ন সাধারাণ সম্পাদক মোহাম্মদ ছগির।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাঁশখালী উপজেলা শাখার আহবায়ক প্রার্থী, বিপ্লবী ছাত্রনেতা ও ছাত্রবন্ধু মুহাম্মদ নিজাম উদ্দীন। সরল ইউনিয়নের ছাত্রদলের আহবায়ক প্রার্থী রিয়াদুল ইসলাম রিফাত।
এ সময় প্রধান অতিথি মুহাম্মদ ছগীর বলেন, মানব মনের প্রশান্তি ও আনন্দ দানের জন্য যেকটি খেলার প্রচলন আছে তার মধ্যে ফুটবল খেলা হল অন্যতম। ফুটবল কথাটির উচ্চারণের সাথে সাথে মনে পড়ে মান্নাদের গাওয়া একটি গানের লাইন "সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল"।
তবে ফুটবল খেলা শুধু আর বাঙ্গালীদেরই প্রিয় নয় সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।
তিনি আরো বলেন, খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর। সুস্থ দেহ থাকলে, একটা সুস্থ মনও থাকবে। এই মন আর এদিক-ওদিক যাবে না। এখন সমাজে একটা সাংঘাতিক অসুস্থতা দেখা যাচ্ছে। এই যেমন জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি-মানুষের মন-মানসিকতা একেবারেই নষ্ট করে দিচ্ছে। সমাজকে কলুষিত করে দিচ্ছে। এখান থেকে আমাদের যুব-সমাজকে ফিরিয়ে আনতে হবে।
খেলে শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন।
0 মন্তব্যসমূহ