বাঁশখালী ও পটিয়ায় ৩ জনসহ চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২১.১৮ শতাংশ


চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়েছে। সংক্রমণ হার ২১ দশমিক ১৮ শতাংশ। এ সময়ে এক রোগীর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর সাতটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে শনিবার চট্টগ্রামের ৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন পজিটিভ ১৩৬ জনের মধ্যে শহরে ৬৭ জন ও ১১ উপজেলায় ৬৯ জন।

সংক্রমণ হার ২১ দশমিক ১৮ শতাংশ। ফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ হাজার ৯৮১ জনে। এতে শহরের বাসিন্দা ৪৪ হাজার ১০০ জন ও গ্রামের ১১ হাজার ৮৮১ জন।

উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ফটিকছড়িতে ৩০ জন, সীতাকুন্ডে ১৩ জন, মিরসরাইয়ে ১০ জন, হাটহাজারীতে ৪ জন, বাঁশখালী ও পটিয়ায় ৩ জন করে, রাঙ্গুনিয়ায় ২ জন, রাউজান, লোহাগাড়া, আনোয়ারা ও চন্দনাইশে একজন করে রয়েছেন।

চট্টগ্রামে গতকাল করোনায় শহরের একজন একজন মারা গেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৬৫৭ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৪৬০ জন ও গ্রামের ১৯৭ জন। সুস্থতার ছাড়পত্র নিয়েছেন ১৩৮ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৪৭ হাজার ৮৬৭ জনে উন্নীত হয়েছে।

সূত্রঃ দেশ রূপান্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ