আগামীকাল ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।
রোববার সকাল ৯টায় বহির্বিভাগে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টা থেকে দুুপুর ১টা বহির্বিভাগে চিকিৎসকদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে রোগীদের কয়েকটি রুটিন পরীক্ষা-নিরীক্ষা।
জাতীয় দিবসে অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে, সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান এবং বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরানখানি, মিলাদ-মাহফিল। এছাড়াও রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠান।
এসকল কর্মসূচীতে আরো উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন)অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন,উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসালাম খান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, সকল পরিচালকবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ানসহ সকল পর্যায়ের কর্মচারীবৃন্দ।
সূত্রঃ বাসস
0 মন্তব্যসমূহ