বাঁশখালীতে মিনিট্রাক-অটোরিকশার সংঘর্ষে আহত ৭

 


বাঁশখালী প্রধান সড়কের (পিএবি) সাধনপুর নয়াদীঘির পাড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে মহিলা ও শিশু সহ ৭ জন যাত্রী আহত হয়েছেন।

আজ শনিবার (২৮ আগস্ট) বিকালে সংঘটিত এই দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত এনামুল হককে(২৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

জানা যায়, বাঁশখালী উপজেলার পিএবি সড়কে চট্টগ্রাম অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে গুনাগরী অভিমুখী একটি মিনিট্রাকের সংঘর্ষ হয়।

এতে আহত হন বাঁশখালী সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে এনামুল হক (২৯), কর্ণফুলী উপজেলার বেলাল উদ্দীনের স্ত্রী শাহীনা আক্তার (৩১), ছেলে সাইকা (১২), পটিয়া উপজেলার জিরি গ্রামের জেবল হোসেনের ছেলে জয়নাল আবেদিন (৩০), স্ত্রী ইসরাত জাহান (২৪), ছেলে সাফাবা (৩), কর্ণফুলী উপজেলার ওমর ফারুকের স্ত্রী কামরুন নাহার (৩২)।

বাঁশখালী রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাকিবুল ইসলাম জানান, সিএনজিজালিত অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষের পর আহতরা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

সূত্রঃ দৈনিক আজাদী 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ