এম আলম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জঙ্গল কোকদন্ডী কাজীর পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৫ নম্বর কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নোমান এর পক্ষ থেকে মঙ্গলবার এ অর্থ সহায়তা দেওয়া হয়।
অর্থ বিতরণ অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যানপ্রার্থী মোহাম্মদ নোমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে নগদ ৪ হাজার টাকা করে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, একই এলাকার সাবেক মেম্বারপ্রার্থী মো: মোরশেদ আলী ও মো: লোকমান, উপজেলা ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল, মো: কায়সার, মো: আজিম, মো: মাহিম ও মো: আরিফ, ইউনিয়ন যুবলীগনেতা মো: শহীদ, মো: ইউনুস, মো: সম্রাট বাবর, মো: নেজাম, মো: তৌহিদ, জাহেদুল ইসলাম কালু, সাজ্জাদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরফাদ, মিসকাত, মো: নেজাম ও মো: ওমান, ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো: মোনাফ, মোজাম্মেল, মাহফুজ, মো: মিটু, মো: কামাল, মো: মোতালেব, মো: শহিদুল্লা, মো: মানিক, মিনহাজ, মো: ইমন ও মো: রানা এবং একই ইউনিয়নের কাঠগড় পাড়ার সর্দার রশিদ আহম্মদ প্র: বেট্টা ও গুলিস্তান পাড়ার সর্দার মো: কাদের সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ২১ মার্চ মঙ্গলবার বেলা ১টার দিকে ঘটনাস্থলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাঁশখালী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৯টি বসতঘর পুড়ে যায়।
0 মন্তব্যসমূহ