বৈলগাঁও দিনেদুপুরে গাছ কেটে লুটপাট সহ ঘরবাড়ি ভাংচুর


নিজস্ব প্রতিবেদক: বাঁশখালীতে এক দিনমজুরের বসতবাড়ি ভাংচুর ও গাছপালা কেটে লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। বুধবার(৫ এপ্রিল) সন্ধ্যায় এ বিষয়টি মীমাংসার লক্ষ্যে সাধনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান কে. এম. সালাহউদ্দিন কামাল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ব বৈলগাঁও গ্রামের আবদুস সোবহানের পুত্র মো. ফোরকানের সাথে একই এলাকার মো. ফোরকানের পুত্র মো. কাউসারের সাথে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদে বেশ কয়েকবার সালিশও হয়েছে। সর্বশেষ, ফোরকান গতকাল তাঁর দলবল নিয়ে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দফায় দফায় কাউসারের বসতবাড়ি ভাঙচুর করেন। নির্বিচারে কেটে ফেলা হয় শতাধিক মেহগনি গাছ।

এ বিষয়ে ভুক্তভোগী মো. কাউসার একুশে পত্রিকাকে বলেন, ‘ফোরকান সওদাগর স্থানীয় সন্ত্রাসী নিয়ে আমার বসতঘর ভাংচুর করে চারদিকে এ্যালোমনিয়াম তাঁরের বেড়া স্থাপন করে আমার জায়গা জবরদখল করেছে। আমার রোপন কৃত শতাধিক মেহগনি গাছ কেটে লুটপাট চালিয়েছে। বিষয়টি আমি স্থানীয় চেয়ারম্যানকে জানানোর পর তিনি উভয়পক্ষকে নিয়ে বৈঠক ডেকেছেন।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মো. ফোরকান বলেন, ‘গাছগুলো আমি কেটেছি। ঘরও আমি ভেঙে ফেললাম ওখানে পোল্ট্রি ফার্ম করার জন্য।’

এ বিষয়ে জানতে চাইলে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান কে. এম. সালাহউদ্দিন কামাল একুশে পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়ে আমি উভয়পক্ষকে ইফতারের পর ডেকেছি। বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ