নিজস্ব প্রতিবেদক: মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত বাঁশখালীর মোহাম্মদ হোসেন (৭৫)। তিনি উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল সন্দি পাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। এদিকে তিনি বাঁচার আকুতি জানিয়ে বিত্তবান শ্রেণীর মানুষের ও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।
মোহাম্মদ হোসেন বাঁশখালী নিউজকে বলেন, ‘আমি ছোট্টবেলায় মা-বাবাকে হারিয়ে ভাই-বোনের দায়িত্ব নিই। বোনদের বিয়ে দিয়ে দিই। আর ভাইকে বড় করি। কিন্তু একটা সময় এসে আমাকে তারা ভুলে গিয়ে নিজেদের মত করে সংসার সাজায়। এভাবে জীবনের আঁকাবাকা গতিপথ চলতে থাকে। আমিও একসময় বিয়ে করি এবং আমার সন্তান-সন্ততিও হয়। আমার মেয়ের বিয়ে দিয়ে দিই। তবে ছেলে তেমনিভাবেই প্রতিষ্ঠিত হতে পারিনি। বিগত প্রায় ২৫ বছর যাবৎ শুকনা মরিচের ব্যবসা করে সংসার চালাই।’
তিনি আরও বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে বিগত ১বছর যাবৎ ব্যবসা করতে পারছি না। আর কিছুদিন আগে হঠাৎ একজন ডাক্তারের শরণাপন্ন হলে উনি আমাকে এক্স-রে করতে বলেন। এক্স-রের রিপোর্ট দেখে ডাক্তার বলেন আমার ক্যান্সার হয়েছে। আর সম্ভাবনাও কম। এদিকে এর চিকিৎসার ব্যয়ভার বহন করা আমার ও আমার পরিবারের পক্ষে সম্ভব বলে মনে হয়না। আর এদিকে আমার বাপ-দাদার একটা জমি ছিল। যা তাদের নামে আরএস থাকলেও কিভাবে জানি, কিছু লোকের নামে বিএসে নাম চলে আসে। আর তাই আমি বিএস সংশোধনের জন্য আদালতে মামলা করি। যা প্রায় ৪০ বছর হয়ে গেলো কোনো কুল-কিনারা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যেন আমি আমার মামলার সুষ্ঠু বিচার পাই। তা থেকে কিছু জমি বিক্রি করে আমার চিকিৎসার ব্যবস্থা করে পারি। এবং আমি চিকিৎসা করে সুস্থ হয়ে বাঁচতে চাই।’
0 মন্তব্যসমূহ