নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সাংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা গ্রীণপার্ক কনভেনশন হলে বাঁশখালী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহাদাত হোসেন চৌধুরী তানজুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের। বাঁশখালী উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মনজুরুল আলম ও ফারুক হোসাইনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মো. গালিব সাদলী, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি চেয়ারম্যান মো. হাশেম, সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, শাহেদুর রহমান শাহেদ, আতাউল করিম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরী। বক্তব্য রাখেন নাছির উদ্দীন, সুমন দত্ত, সাহাব উদ্দীন রবিন, আশরাফ উদ্দীন, এনামুল হক, অমিত চৌধুরী অমি, সাদ্দাম হোসেন, শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, বখতেয়ার উদ্দীন, আমিনুল ইসলাম, মো. বেলাল, মঈন উদ্দীন মামুন, এনামুল ইসলাম, জমির উদ্দীন, নুরুল আলম সিকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘জীবদ্দশায় সুলতান উল কবির চৌধুরী এক টাকার দূর্নীতি করেননি। তিনি দলের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে গেছেন। তাঁর মতো নীতি বান নেতা বর্তমানে খুঁজে পাওয়া বিরল। অনেকে সুলতান উল কবির চৌধুরীর হাত ধরে রাজনীতি করে অঢেল সম্পদের মালিক হয়েছে। তাঁরা শুধু নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করেছে। কিন্তু সুলতান উল কবির কে মনে রাখেননি। একটা স্মরণ সভা পর্যন্ত করেননি। সুলতান পুত্র গালিবের নেতৃত্বে নতুন সূর্য দেখতে চাই।’
0 মন্তব্যসমূহ