বাঁশখালীর ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর জেল থেকে জামিনে এসে ফের মাদক ব্যবসায় সক্রিয়


গাজী গোফরান: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি গ্রামের দীঘির পাড়া'র মৃত আজিজুল হকের পুত্র জাহাঙ্গীর আলম ইতিপূর্বে ৫ হাজার পিস ইয়াবাসহ তার সহযোগী আবুল কালাম পুলিশের হাতে আটক হয়ে জেলে যায়। কিছুদিন হাজত বাসের পর জামিনে ছাড়া পেয়ে তিনি ফের মাদক ব্যবসায় সক্রিয় হয়ে উঠে।

জানা যায়, জাহাঙ্গীর সমগ্র বাঁশখালী উপজেলাসহ পার্শ্ববর্তী সাতকানিয়া ও আনোয়ারা উপজেলায় ইয়াবা ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছে। মাদকের সরবরাহ বাড়িয়ে দিয়ে জাহাঙ্গীর এখন ওপেন সিক্রেট। গ্রামবাসী পুলিশ কিংবা আইন আদালত কাউকেই পরোয়া করেনা। কক্সবাজারের পাশাপাশি চট্টগ্রাম শহরের বিভিন্ন স্পট থেকে সংগ্রহ করে জাহাঙ্গীর চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। 

স্থানীয় সচেতন মহলের কেউ তার এ মাদক ব্যবসার প্রতিবাদ করলে তার উপর নেমে আসে মৃত্যুর হুমকি। জাহাঙ্গীর মাদক ব্যবসার পাশাপাশি কিছু সংখ্যক সন্ত্রসীও লালন-পালন করে। এরাই মাদক ব্যবসার প্রতিবাদকারীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন থেকে শুরু করে মৃত্যুর বার্তা পৌঁছায় বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ