রক্তে রঞ্জিত জুলাই


রক্তে রঞ্জিত জুলাই 

সাজ্জাদ হোসাইন (জয়) 


ওদের বিশ্বাস,সাহস,শক্তি,
নজরুলের অগ্নিবীণার বিদ্রোহী কবিতা। 
ওদের কন্ঠে গর্জিত ন্যায় উক্তি
যেন,তেজদীপ্ত জাগ্রত জনতা। 


ওরা বাংলার পদ্ম,গোলাপ,
বেলি,শিউলি,চম্পা, কৃঞ্চচুড়া।
প্রাণ দিয়েছে যে যার মতো,
গুলির মুখে,বুক চেতিয়ে থেকেছে খাড়া। 


বাংলার সন্তান হয়ে তুমি,
তোমার ভাইয়ের বুক চেদিলে?
তোমার মায়ের কোল কালি করিলে?
বোনকে তুমি ভাই হারা করিলে? 


জননী কান্দে দুহাত তুলে
কে এসে তারে মা বলিবে?
কি দিয়ে সে দুঃখ বুলিবে?
কোন পরাণে ভর সহিবে? 
এমন পাষান চিত্র দেখিলে? 


সোনা,রুপা,হিরা,মানিক,মুক্তাই, 
যে পরাণ নাহি জুড়ায়।
জননীর আহাজারি 
আমার মানিক চাঁদ-রে আমি 
একটিবার দেখিবার চাই। 


এমনই কান্না কান পেতে শুনি
দুই চুখে আজ ঘুম নাই।
বারেংবার আত্ম চিৎকার করে 
কুলের জাদু আই ফিরে আয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ