২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে আলোচনা আসেন তিনি।কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ছিলেন। কোটা সংষ্কার আন্দোলনকারীরা তাকে স্লোগান মাস্টার হিসেবে ভালো চিনেন। ১৮ সালের ৩০ জুন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত করে গুম করে রেখেছিল। পরবর্তীতে মিডিয়ায় জানাজানি হলে জেলে নিয়ে যায় এমনকি তিন দিনের রিমান্ড পর্যন্ত দেয়। এদিকে সংগঠনটির পক্ষ থেকে নূরুল হক নূর ভিপি প্রার্থী, রাশেদ খান জিএস প্রার্থী হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে নূরুল হক নূর ভিপি পদে বিপুল ভোটে জয় লাভ করে।
পরবর্তীতে রাষ্ট্র রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তারুণ্যের নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ যাত্রা শুরু হয়। ।জসিম উদ্দিন আকাশ গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ছিলেন। গত বছর দলের ১ম কাউন্সিলে জসিম উদ্দিন আকাশ উচ্চতর পরিষদের নির্বাচন করেন এবং নির্বাচিত হন৷ ১৮সালের কোটা সংষ্কার হতে ২৪শের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন হামলা,একাধিক মামলা,জেল-জুলুমের নির্যাতনের শিকার হয়। এমনকি স্বৈরাচার হাসিনার বাশঁখালী ১৬ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের অনুসারীদের নেতৃত্বে তার ঘর-বাড়ী ভেঙে দেওয়া হয়।২০২৪ এর জুলাই বিপ্লবের আন্দোলনে চট্টগ্রামের অন্যতম সংগঠক ছিলেন মুহাম্মদ জসিম উদ্দিন আকাশ।
0 মন্তব্যসমূহ