আমার সাথে জুলাই বিপ্লব!


আমার নাম আজমাইন ইকতিকার শাফি আমি একজন স্টুডেন্ট। আমি মানুষটা খুবই ভীতু প্রকৃতির।

‌তারিখটা ঠিক মনে নাই কিন্তু বারটি মনে আছে শুক্রবার। সবার থেকে শুনতে লাগলাম কোটা আন্দোলন সম্পর্কে! প্রত্যেক শুক্রবার এর মতো এবারও ভাই এবং কাজিন নিয়ে হাঁটতে গেলাম চারদিকে যেন আতঙ্ক সবাই জিজ্ঞেস করতেছে তোমরা কী আন্দোলন দেখেছো সামনে আমি বললাম জ্বি না। দেখলাম কারা জানি লাঠি নিয়ে দাড়িয়ে আছে। তারা কী করছে ওইসব দেখলাম। প্রথমে দেখলাম একটা সিনএনজি এর উপর হামলা। মনে যেন ভয় ভয় জাগ্রত হলো। কিছুক্ষণ দাড়িয়ে থাকলাম হঠাৎ দেখি ওরা সবাই লাঠি নিয়ে দৌড়ায়ে বলতেছে ধর-ধর...। যেনো মনে হলো আমাকে তারা মারবে জীবনের ভয়ে সামনের দিকে দৌড়াতে থাকলাম হঠাৎ একটা গেইট এর ভিতরে ঢুকতে গিয়ে পা পিছলে পড়ে যায় এতে হাঁটু-পা ছিড়ে গেলো। কোনো রকম গেইট এর ভিতরে প্রবেশ করলাম। এক ভাই আমার টি-শার্ট ধরে আমাকে ধরে ফেলল। আমাকে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করছিল কিন্তু করেনি। তারপর বলল: মোবাইল আছে আমি তার উত্তরে বললাম হ্যাঁ তখন আমাকে ওই গেইট থেকে করে অন্য গেইট এর ভিতরে প্রবেশ করিয়ে বলল মোবাইল দাও মোবাইল দেখে বলল বাটন মোবাইল!  অ্যান্ডয়েট নাই আমি বললাম না তারপর আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। কোনোরকম গাড়ি নিয়ে বাসায় পৌছালাম। পরে জানতে পারলাম ওটা নাকি আমাকে দৌড়ায় নাই তাদের বিপরীত ব্যাক্তিকে দোড়ায় ছিল। ভয় পেয়ে গেলাম শুধু শুধু আবার তারা আমাকে শুধু শুধু দোষী ভাবল। এই ঘটনা জুলাই বিপ্লবে আমার থেকে চিরস্মরণীয় হয়ে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ