মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেন শহীদুল


মো: শাহেদুল ইসলাম 'ত্বোহা': চট্টগ্রামের ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ'-এর রসায়ন বিভাগের  প্রভাষক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে এনটিআরসিএ থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামের মোঃ আইয়ুব আলীর সর্বকনিষ্ঠ সন্তান মোঃ শহীদুল ইসলাম।

যিনি পূর্বে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত 'নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ'-এর রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। যার শিক্ষা জীবন শুরু বাঁশখালী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খানখানাবাদ ইউনিয়নের 'রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে।

মোঃ শহীদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি (অনার্স) এবং এম.এস (জৈব রসায়ন) সম্পন্ন করেছেন। তিনি চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএল.বি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.এড  ডিগ্রি সম্পন্ন করেছেন। শিক্ষকদের মৌলিক কোর্স বি.টি.টি সম্পন্ন করেছেন a2I থেকে। আন্তর্জাতিক জার্নালে তার একাধিক গবেষণা পত্র রয়েছে। শিক্ষায় উন্নয়নের উপায় এবং করণীয় দিকগুলো নিয়ে তিনি পত্রিকায় বিভিন্ন সময় কলাম লিখে থাকেন। বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক কাজে উনার নিবিড় সম্পৃক্ততা রয়েছে।

তিনি বিশ্বের ১৮ টি দেশে মেম্বার থাকা এমন একটি সংগঠন 'অন্তহীন ফাউন্ডেশন'-এর ডিরেক্টর অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং বাঁশখালীর ঐতিহ্যবাহী সংগঠন 'স্বপ্নীল বাঁশখালী'র সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক।

তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তার স্ত্রী হলেন ডা.আনিকা সুলতানা এ্যানি। তিনি এবং তার স্ত্রী যৌথ সহযোগিতায় ALCheMe (Analar Law, Chemistry, Medical and Medicine Support) প্রতিষ্ঠা করেছেন।

তিনি বাঁশখালী নিউজ'কে জানান, শিক্ষকতার প্রতি আলাদা আগ্রহ থাকায়, এই পেশাকে তিনি ব্রত হিসেবে নিয়েছেন। তার অভিজ্ঞতা ও সুনিপুন  দক্ষতায় মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের পড়া-লেখার মান-উন্নয়ন হবে বলে মনে করেন, শিক্ষার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ