জীবনের প্রথম প্রেম: ক্রিকেট


জীবনে আমরা অনেকেই প্রেমের গল্প শেয়ার করি, তাই ভাবলাম আমিও শেয়ার করি আমার জীবনের প্রথম প্রেমের কাহিনি। তবে আমার এই প্রেম কোনো মানুষের সঙ্গে নয়, বরং একটি খেলার সঙ্গে—ক্রিকেট।

শৈশবটা আমার কেটেছে আনন্দে আর পড়াশোনায়। তবে পড়াশোনা বলতে নামেমাত্র—আমি ছিলাম শিক্ষার্থী, কিন্তু কাজের না। পরিবারের সবার দারুণ স্নেহে বড় হয়েছি, আর সেটাই আমাকে দিতো সীমাহীন স্বাধীনতা। আর এই স্বাধীনতার সবচেয়ে বড় অংশ ছিল খেলাধুলা, বিশেষত ক্রিকেট।

ক্রিকেট আমার জীবনের প্রথম প্রেম। এটা শুধু একটি খেলা নয়; আমার আবেগ, ইমোশন, ভালো লাগা, ভালোবাসা—সব কিছুই ক্রিকেটে মিশে ছিল। স্বপ্ন ছিল একজন ক্রিকেটার হওয়ার, তবে বাস্তবতা সব স্বপ্ন পূরণ হতে দেয় না। তবুও এই খেলাই আমাকে জীবনকে ভিন্নভাবে দেখতে শিখিয়েছে।

এই ক্রিকেটের জন্য আমি অনেক কিছু মিস করেছি—সঠিক সময়ে খাওয়া, পড়াশোনা, এমনকি কোনো মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কও। আমাদের সময়ে খেলাধুলাই ছিল ভালোবাসার বড় মাধ্যম। স্কুল জীবনটা কাটিয়েছি মাঠে, আর ‘প্রেম’ শব্দটা তখন মনেই হয়নি। আজকালকার ছোট ভাই-বোনদের প্রেমের গল্প শুনে মনে হয় যেন সিনেমা চলছে!

ক্রিকেট খেলার সুবাদে আমি জীবনে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছি। বাশঁখালীর আনাচে-কানাচে ঘুরে খেলেছি, অনেক নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হয়েছি। এখনো কেউ দেখা হলে জিজ্ঞেস করে, “ভাই, খেলা কেমন চলছে?” সেই স্মৃতি মনে করেই মন ভরে যায়।

তবে খেলাধুলার জন্য কম কথা শুনিনি—গালি, শাসন, এমনকি বড় ভাইদের মারও খেয়েছি। কারণ সারাদিন খেলতাম, পড়াশোনার দিকে মনোযোগ ছিল না। তবুও এই খেলার জন্য আমি যা পেয়েছি, তা অন্য কোথাও পাইনি।

আজ আমি খেলাধুলা থেকে অনেক দূরে। আগের সেই দিনগুলো খুব মিস করি। লেখার সময় ইমোশনাল হয়ে যাচ্ছি, তাই এখানেই থামছি।

শেষে শুধু বলতে চাই, আমার জীবনের সেরা সময় যদি কিছু থেকে থাকে, তবে সেটা ক্রিকেটের মধ্যেই কেটেছে। আজও যখন ব্যাট ধরি, মনে হয় সেই পুরোনো প্রেম এখনো হারিয়ে যায়নি।

লেখক: আব্দুর রহিম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ