মইনীয়া যুব ফোরামের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কাউন্সিল অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি

 


নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, বিকেল ২টায় মইনীয়া সাইফীয়া নূর মোহাম্মদীয়া মডেল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে অরাজনৈতিক, শিক্ষাবান্ধব এবং স্বেচ্ছাসেবী সংগঠন "মইনীয়া যুব ফোরাম" বাঁশখালী শাখার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কাউন্সিল।

তাসাউফভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে মইনীয়া যুব ফোরাম দীর্ঘ এক যুগ ধরে কাজ করে যাচ্ছে। সংগঠনের এই বার্ষিক আয়োজনকে ঘিরে সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং সমাজসেবীদের উপস্থিতি একান্তভাবে কাম্য।

আয়োজকদের পক্ষ থেকে নিবেদন:

প্রতিষ্ঠাবার্ষিকী ও কাউন্সিল প্রস্তুতি কমিটি অনুষ্ঠানটিতে সকলের উপস্থিতি কামনা করেছে। অনুষ্ঠানের বিস্তারিত জানতে বা যোগাযোগ করতে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:

মোবাইল: 01881743464 / 01845520056

উল্লেখ্য, মইনীয়া যুব ফোরাম তরুণ প্রজন্মকে সামাজিক দায়িত্বশীলতায় উদ্বুদ্ধ করার পাশাপাশি শিক্ষার প্রসার এবং মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী ও কাউন্সিল অনুষ্ঠানে নতুন পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ হবে বলে আয়োজকরা আশাবাদী।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ