চট্টগ্রামের বাঁশখালীতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মইনীয়া সাইফিয়া নূর মোহাম্মদীয়া মডেল মাদ্রাসার হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা নাঈম উদ্দিন হাছান।
অনুষ্ঠানে মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আকবর হোসেন রুবেল ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এতে আতিকুল্লাহকে সভাপতি, ইফতিখারুল ইসলামকে সাধারণ সম্পাদক ও সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা সার্জেন্ট এইচ এম মিজানুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, বাঁশখালী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশরাফ উদ্দিন চৌধুরী টিটু, নুর মোহাম্মদ (মইনীয়া যুব ফোরাম বাঁশখালী'র উপদেষ্টা), লিয়াকত আলী চৌধুরী, ইলিয়াস রেজভী, মাওলানা আমির হোসেন, রাশেদুল ইসলাম নয়ন, মাদিক উল্লাহ, আবুল বশর ও প্রমূখ।
সভায় বক্তারা শিক্ষা, সমাজসেবা ও যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
0 মন্তব্যসমূহ